CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), default quality

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হয় ভরাডুবি। নাজেহাল হতে হয়েছে আফগানিস্তানের কাছেও। এবার বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। তার আগে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালোই করেছে বাংলাদেশ।

দুইদিনের প্রস্তুতি ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ানোয় ড্র মেনে নিয়েছে দুই দলই। তার আগে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের হ্যাটট্রিকে ভালোভাবে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা হতে দেরি হয়। শুরু হওয়ার পর খুব একটা খেলা হতে পারেনি। মাঠে বল গড়িয়েছে ২৫.৪ ওভার মাত্র। আগেরদিন ৫ রানে ১ উইকেট হারানো উইন্ডিজরা দ্বিতীয় দিনে হারায় আরও ৮ উইকেট। ১.৪ ওভারে ১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হ্যাটট্রিকম্যান হাসান মুরাদ।

প্রতিপক্ষের ইনিংসের ২৬তম ওভারে বল করতে এসে মাত্র ১ রান খরচ করেন। পরে ফিরতি ওভারে হ্যাটট্রিক তুলে নেন মুরাদ। সেই ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন।

এর মাঝে ড্যানিয়েল বেকফোর্ডকে এলবিডাব্লু, নাভিন বিদাইসিকে বোল্ড এবং চাইম হোল্ডারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। তার হ্যাটট্রিকেই শেষ হয় ম্যাচ। স্বাগতিকরা ৯ উইকেটে ৮৭ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *