এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা বলতেন গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হলেই চলবে। কিন্তু উন্নয়ন করতে গিয়ে তারা কী করছেন? রডের বদলে বাঁশ, সিমেন্টের বদলে ছাই উপহার দিয়েছেন। তারা ২৬ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছেন।
শনিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আয়োজনে গোর-এ-শহীদ ময়দান বড় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান আরো বলেন, আমরা প্রতিযোগিতার রাজনীতি বিশ্বাস করি না। আমাদের ওপর যে পরিমাণ জুলুম করা হয়েছে, যদি আমাদের কর্মীরা ধৈর্য না ধরতেন, এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হত। যতগুলো খুন হয়েছে, সবগুলোর বিচার হতে হবে। খুনের বিচার না হলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার না হলে লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজি, ঘুষখোরদের বিচার না হলে তা বন্ধ হবে না। আমরা চাই ন্যায়বিচারের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন হোক।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।