‘কাল্কি’ সিনেমার একটি দৃশ্যে দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীতy

এপিএন রঙ।। বলিউডের তারকা দীপিকা পাড়ুকোন। গত সেপ্টেম্বর মাসে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। তারপর থেকেই মাতৃত্বকালীন ছুটিতে আছেন এই তারকা। মেয়েকে নিয়েই বর্তমানে পুরোপুরি ব্যস্ত দীপিকা। এবার জানা গেছে আবারও মা হচ্ছেন এই অভিনেত্রী। তবে বাস্তব জীবনে নয়, এবার তিনি মা হয়ে পর্দার হাজির হবেন। প্যান ইন্ডিয়ান ব্লকবাস্টার সিনেমা ‘কাল্কি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভেসেছিলেন। এবার ফ্র্যাঞ্চাইজিটির সিক্যুয়াল ‘কাল্কি ২’তেও দেখা যাবে এই অভিনেত্রীকে। এমনটাই জানিয়েছেন কাল্কি ফ্র্যাঞ্চাইজির প্রযোজক দুই বোন প্রিয়াঙ্কা এবং স্বপ্না দত্ত।

সম্প্রতি ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমা প্রদর্শনের জন্য উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা এবং স্বপ্না দত্ত। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিনেমাটির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা।

এ সময় সিনেমায় দীপিকা পাড়ুকোনের চরিত্র সম্পর্কে স্বপ্না দত্ত বলেন, ‘দ্বিতীয় কিস্তিতেও দীপিকা পাড়ুকোন থাকছেন। এখানে কিছু অংশে দীপিকাকে মা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।’ 

তবে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সিনেমার পরিচালক নাগ অশ্বিন, যা নিয়ে কিছুটা কৌতূহলের সৃষ্টি হয়েছিল। এ নিয়ে প্রিয়াঙ্কা জানান, তিনি সিনেমা তৈরিতে ব্যস্ত। তারা আরও জানান, ‘কাল্কি ২’র ইতোমধ্যে ৩০ ভাগ কাজও সম্পন্ন হয়েছে। সিনেমাটি আরও বড় পরিসরে আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে। উল্লেখ্য, ব্লকবাস্টার ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় দীপিকা পাড়ুকোনসহ আরও অভিনয় করেছিলেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *