ডেস্ক নিউজ ।।বাংলাদেশ গণ-অধিকার পরিষদ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পৌর ও উপজেলার কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য ৩ মাস মেয়াদী আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে । গত সোমবার শনিবার ১৫ ডিসেম্বর) গণ-অধিকার পরিষদ নীলফামারী জেলার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, জেলা কমিটি গঠনের মধ্যে দিয়ে আমাদের কমিটি গঠন শুরু হয়েছে। এখন উপজেলা ও পৌর কমিটি গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছি।’ সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি হিসাবে মোঃ ফজলুল হক ও সাধারন সম্পাদক হিসাবে মোঃ মনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে । এবং সৈয়দপুর পৌর কমিটির কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য সভাপতি হিসাবে মোঃ কাদের হোসেন ও সাধারন সম্পাদক হিসাবে মোঃ সঈদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে ।কমিটির অনুমোদন শেষে গণ-অধিকার পরিষদ (জিওপি)সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটির নেতা কমীরা সৈয়দপুর উপজেলা নিবাহী অফিসার নুর -ই -আলম সিদ্দিকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ।