গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার ।। গাইবান্ধা গোবিন্দগঞ্জে জরিনা খাতুন (২৬) নামে এক গৃবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জরিনা খাতুন ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। উপজেলার নাকাই ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের আব্দুল জলিলের মেয়ে।

স্বজনদের বরাতে হরিরামপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রশিদ জানান, চাকরির সুবাদে ঢাকায় একাই থাকতেন জরিনা খাতুনের স্বামী বেলাল হোসেন। কিন্তু জরিনার দাবী ছিল তাকেও ঢাকায় নিতে হবে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই স্বামীর সঙ্গে অভিমান করে পরিবারের সকলের অজান্তে জরিনা তার শয়ন ঘরে গলায় ফঁাস দিয়ে আত্মহত্যা করে। বেলা সাড়ে ১২টার দিকে সন্তানদের কান্নাকাটি শুনে পরিবারের লোকজন জরিনার ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক ইকবাল পাশা জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *