জয়পুরহাটে পুলিশের চাকরি পাওয়া ১২০ জন।

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে ঘুষ ও তদবির ছাড়াই শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবলে চাকরি পেলেন জেলার ২৬ জন তরুণ-তরুণী। এই চাকরি পেতে অনলাইন আবেদনসহ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।

রবিবার (২৪ নভেম্বর) রাতে জয়পুরহাট পুলিশ লাইনে পরীক্ষার চুড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

পরে উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। চাকরি পাওয়া এসব তরুণ-তরুণীরা গরীব অসহায় ও মধ্যবিত্ত পরিবারের সন্তান।

এর মধ্যে রয়েছেন জেলার আক্কেলপুর উপজেলার খামার কেশবপুর গ্রামের মুদি দোকানী হাফিজার রহমানের মেয়ে সনি আক্তার। সনির বাবা হাফিজার রহমান বলেন, ‘আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ। বিনা পয়সায় আমার মেয়ের চাকরি হইছে। টাকা ছাড়া চাকরি হয়, এটি আজই দেখলাম।’

সদর উপজেলার চক জগদীশপুর গ্রামের ভ্যান চালকের ছেলে শাহিদ ইসলাম। মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়েছে তার। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই আবেগে আপ্লুত হয়ে পড়েন শাহিদ ইসলাম। সনি আক্তার ও শাহিদ ইসলামের মতো ২৬ জন শুধুমাত্র মেধা ও যোগ্যতায় মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন।

জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ‘নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন ২৬ জন। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *