মোহাম্মদ আলী সানু বিশেষ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমযান কে ঘিরে অসাধু দুধ ব্যবসায়ীরা বাজারকে অস্থিরতা করে তুলছে।
ডিমলা উপজেলা বাজার গুলোতে খবর নিয়ে জানা গেছ গত ৩ মার্চ দুধ প্রতি লিটার ছিল ৬০ টাকা। ৪ মার্চ রোজা হওয়ার কারণ দুধ প্রতি লিটার ১০০টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে দুধ বিক্রেতাগণ। ৫ ই মার্চ উপজেলার ডালিয়া নতুন বাজার, ঝুনাগাছ চাপানীর হাটে এ দৃশ্যর দেখা মেলে। কোন কারণে এক রাতে দুধের দাম এত বেড়ে গেল এ ব্যাপারে একাধিক দুধ বিক্রেতাদের সঙ্গে দাম নিয়ে কথা হলে তাদের কাছে কোন সদুত্তর পাওযা যায়নি। এ ব্যাপারে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর এর সঙ্গে কথা হলেও এখন পর্যন্ত বাজার মনিটরিং করার ব্যাপারে দৃশ্যমান কোন পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। আরও কথা হয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া এর সঙ্গে তিনি বলেন বিষয়টি দেখতেছি।পবিত্র মাহে রমযানে যারা খদ্যদ্রবের ভেজাল করবে ও স্বাভাবিক বাজার অস্থিতিশীলতা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হউক এমন দাবি সুধী সমাজের।