প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ওকরাবাড়ি বাজারে এক প্রভাবশালীর বিরুদ্ধে হাটের জায়গায় জোরপূর্বক দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এলাকার স্থায়ী বাসিন্দাগণ গত ২১নভেম্বর রংপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়ে বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করেছে।

 এঘটনা সংক্রান্তে সরেজমিন গেলে ওই হাট বাজার এলাকার বাসিন্দা ইদ্রিস উদ্দিন, রবিউল ইসলাম, জিয়ারুল ইসলাম সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি সাংবাদিকদের জানান, মরহুম বেলাল উদ্দিনের ছেলে মশিয়র রহমান উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসক মহাদয়ের অনুমতি ছাড়া জোরজবর করে দোকান ঘর নির্মাণ করেছে। এতে বাংলাদেশ সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ফলে আমরা জেলা প্রশাসক মহাদয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করছি। আমরা এলাকাবাসি জেলা প্রশাসক মহাদয়ের নিকট সরেজমিন তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করছি।

সরকারী জমি জবরদখলকারী অভিযুক্ত মশিয়র রহমান (বাচ্চু) বলেন, জায়গা ফাঁকা ছিলো। তাই আমি দোকান ঘর নির্মাণ করছি।

উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, ইকরচালী ইউনিয়নের ওকরাবাড়ি বাজারের সরকারী জায়গা দখল করার কথা শুনেছি। জেলা প্রশাসক মহাদয়ের সঙ্গে জবরদখল ঘটনা সংক্রান্তে কথা বলছি। স্যার, যে-নির্দেশ দিবে সে- আইন মেনে কাজ করতে বাধ্য আমি।

উল্লেখ্য তারাগঞ্জে চলাচলের সড়কে প্রভাবশালীর প্রাচীর শিরোনামে ছবি সহ গত ১৮নভেম্বর প্রাচিনতম বহুল প্রচালিত ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার ৭নম্বর পাতায় খবর প্রকাশিত হলে পুড়া তারাগঞ্জ উপজেলা সহ আশপাশের গ্রাম অঞ্চল গুলোতে তোলপাড় সৃষ্টি হয়ার ফলে ওই প্রভাবশালীর বিরুদ্ধে সরকারের খাস খতিয়ানের জমি জবরদখলের লিখিত অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সরেজমিন তদন্ত করে ওই প্র্রভাবশালী মশিয়র রহমান বাচ্চুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *