প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর ঘনিরামপুর দৌলতপুরে ঘনবসতি এলাকায় প্রাণিসম্পদ অফিসের লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ ছাগল জবাই করে মাংস বিক্রি করার অপরাধে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করছেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা। অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রাণিসম্পদ অফিসের লাইসেন্স ছাড়াই রাতে অসুস্থ ছাগল, ভেড়া জবাই করে বিভিন্ন জেলার নামি-দামি হোটেলে সরবরাহ করার অপরাধে উপজেলা প্রাণিসম্পদ অফিস কয়েকবার নিষেধ করার পরেও ওই প্রভাবশালী কুচক্রী মহলটি গোপনে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিক্তিতে ২৬জুন অভিযান পরিচালনা করে ৩০কেজি পঁচা খাসির কলিজা, ফুসফুস, মাথা এবং ২৫ কেজি পঁচা ভুড়ি জব্দ করে ধ্বংস করা হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর আওতায় ২৫০০০ টাকা জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার একে এম ইফতেখায়রুল ইসলাম ও তারাগঞ্জ থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশগণ। এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে আস্বাস্থ্য করেন, উপজেলা নির্বাহী অফিসার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *