প্রতিনিধি, তারাগঞ্জ রংপুর:
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ ও ২০২৫-২৬ মৌসুমে আমন ধানের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুন উপজেলার ক্ষুদ্রও প্রান্তিক কৃষকদের মাঝে বরাদ্দকৃত উপকরণ (বীজও সার) বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার নাজিমুল ইসলাম মীম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিলন চন্দ্র রায় প্রমুখ।