তারাগঞ্জ প্রতিনিধি (রংপুর): রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী বালিকা উচ্চ বিদ্যালয়সহ প্রায় তিনশত পরিবারের চলাচলরত সংযোগ রাস্তার মাঝ পথে ইট বালু সিমেন্ট দিয়ে একটি প্রভাবশালী কুচক্রি মহলের বিরুদ্ধে প্রাচির নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি গত ১৬ নভেম্বর রোজ শনিবার ঘটেছে।

এঘটনায় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার সরকারসহ কয়েকজন শিক্ষক ও স্থানীয় বাসিন্দাগণ সাংবাদিদের জানান, এই স্কুল প্রতিষ্ঠার আগে থেকে আমরা এই রাস্তা ব্যবহার করে পথ চলাচল করে আসতেছি। এবং এই রাস্তাটি এই এলাকার প্রায় তিনশত পরিবার ব্যবহার করে আসছে। হঠাৎ রাস্তার উপড়ে প্রাচির নির্মাণের চেষ্টা করছে মশিয়র রহমান বাচ্চু নামে এক ব্যাক্তি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, ওই রাস্তাটি ব্যবহার করে আমরা কয়েকবার ওই স্কুল পরিদর্শন করতে গিয়েছিলাম। হঠাৎ শুনতেছি একজন প্রভাবশালী এই রাস্তাটি পথরোধ করার চেষ্টা করছে। বিষয়টি জানার পরে আমরা ওই স্কুলের প্রাধান শিক্ষকসহ এলাকায় যারা বসবাস করে তাদেরকে উপজেলা সহকারী কর্মিশনার ভূমি মহদায়কে লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছি।

অভিযুক্ত মশিয়র রহমান বাচ্চু বলেন, আমার জমিতে আমি প্রাচির নির্মাণ করছি। তাতে কার বাপের কি। এলাকাবাসী দাবি করেন, প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সরেজমিন তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানান প্রভাবশালী মশিয়র রহমান বাচ্চুগণদের বিরুদ্ধে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জহুরুল হক বলেন, হেল্প নাইনে ফোন পেয়ে জানতে পাড়ি ইকরচালী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি পরিবারের চলাচলরত রাস্তাটি মালিকানা দাবি করে প্রাচীর নির্মাণের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। এতে বিশৃঙ্খলা ঘটতে পাড়ে। তাৎক্ষণিক পুলিশ ঘটনা স্থালে গিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখে, যেহেতু ভূমি সংক্রান্ত ব্যাপার উভায় পক্ষকে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি মহোদয়ের সঙ্গে কথা বলে ঘটনার নিষ্পত্তি করার পরামর্শ দেন।

উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, রাস্তার প্রাচীর নির্মাণের কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *