প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): মাদক ছেড়ে খেলতে চল এ প্রতিপাদ্য সামনে রেখে রংপুর তারাগঞ্জে প্রাইজ মানি নাইট ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।
মর্নিং স্টার ফুটবল একাডেমি আমন্ত্রণে গত ৪ডিসেম্বর রোজ বুধবার সন্ধ্যা ৬টায় তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুছা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদুল ইসলাম প্রমুখ।