তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় বুধবার রংপুর-দিনাজপুর মহাসড়কের ঘনিরামপুর ব্রাদার্স কোল্ড ষ্টোরেজের সামনে বিকাল ৩ টার সময় ক্ষেতের ধান কাঁধে নিয়ে সড়ক পারাপারের সময় পিছন দিক থেকে আসা গ্যাস সিলিণ্ডার বাহি একটি পিকআপ ধাক্কা দিলে প্রলাদ (টোস্কা) রায় (৩৫) নামের এক ব্যক্তি রাস্তার পাশে ছিটকে পরে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অপর দিকে একই দিনে আধা ঘণ্টার ব্যবধানে বিকাল সাড়ে ৩ টার সময় ওই মহাসড়কের ইকরচালি ও বামনদিঘী এলাকার মাঝামাঝি স্থানে দুটি বাস ও মাইক্রোর সংঘর্ষ হলে ৪ জন যাত্রী গুরুতর আহত হয়। দুটি দুর্ঘটনায় একই দিনে মোট ৫ জন গুরুতর আহত হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি। দূর্ঘটনা কবলিত বাস দুটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
আশরাফুল/সোহেল