প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)।। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের কাঁচনা হাজিপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আহিদুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী একেই এলাকার ছুট মেনানগর পোদ্দার পাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে হাফিজুল ইসলামের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এঘটনার ভূক্তভোগী আহিদুল ইসলাম সাংবাদিকদের জানান,১৫বছর পূর্বে জাহানারা বেগমের সাথে আমার ইসলামী শরীয়াহ্ মোতাবেক বিবাহহয়। বিবাহের পর আমার সংসারের ১ছেলে ও ১মেয়ে সন্তান জন্ম হয়। ১বছর পূর্ব হতেআমার স্ত্রী জাহানারা বেগমেরপারকিয়ারবিষয়েএকাধিকবারসতর্ক করিলেওতাকর্ণপাতনাকরেপারকিয়াকরতে থাকে। এমতাবস্থায় গত ২৭অক্টবার আমিআমার কর্মস্থলে যাই। ওই দিন আমার স্ত্রী তার মোবাইল ০১৭০৭১১৪৪৪৩ নম্বরথেকে ফোন করে বলেআমি সৈয়দপুর কামারপুকুর আত্বীর বাড়ী আসছি। ২৯ অক্টবার সকালে আমার শাশুর জাহিদুল ইসলাম মোবাইল ফোনের মাধ্যমে আমাকে জানায় হাফিজুল ইসলাম আমার স্ত্রী জাহানারা বেগমকে নিয়েপালিয়ে গেছে। আমার স্ত্রীর সাথে আমার ১ছেলে ও ১মেয়ে সন্তানকে ও নিয়ে যায়। তখন আমি আমার স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করলে তার মোবাইল ফোনবন্ধপাই। অদ্যবদি আমার স্ত্রীর যোগাযোগ করতে পারি নাই। আমি গত ৩নভেম্বব আমার স্ত্রীর সাথে যাবতীয় সম্পর্ক ছিন্নকরেছি।

অভিযুক্ত আহিদুল ইসলাম বলেন, আমিভুল করে ওর স্ত্রীকেনিয়ে গিয়েছিলাম। এ ভুল আর জীবনেহবেনা।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি জহুরুলহক বলেন, অভিযোগ পেয়েবিষয়টিসাব-ইন্সপেক্টরনুরুন্নবীকেতদন্ত করার দায়িত্ব অর্পণকরেছি। তদন্তসাপেক্ষেব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *