ডেক্স রিপোর্টঃ হস্তশিল্প পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড’ এর অংশগ্রহণকারী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে ওবাইদুল ইসলাম, সুমনা রায়, খাদিজা বেগম, শোভা রানী রায়, দীপু রায়, অনিতা রানী রায়, দিপালী রানী রায়, শারজিনা বেগম, বিমলা রানী, আতিকা শাপলা, মাজিদা ও বেলি আক্তার নির্বাচিত হন।
সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কির্ত্তণীয়া পাড়াস্থ প্রতিষ্ঠানের সভা কক্ষে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সামসুদ্দোহা সোহেল শাহ।
নির্বাচন পর্যবেক্ষণ করেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম, শ্রম অধিদপ্তর রংপুরের ছাবদার আলী, প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক আসাদুজ্জামান ও ফখর উদ্দিন আহম্মেদ, সহকারী ব্যবস্থাপক আবুল বাসার খান, সহকারী ব্যবস্থাপক(এডমিন)আসিফ আহমেদ ও সিনিয়র নির্বাহী মহসিন কবির।
নির্বাচন পরিচালনা কমিটি সুত্র জানায়, ১২টি পদের বিপরিতে ৩৩জন প্রতিদ্বন্ধিতা করেন। ১হাজার ৫৩৭ জন ভোটারের মধ্যে ১হাজার ৪১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সামসুদ্দোহা সোহেল শাহ জানান, উৎসব মুখর ও শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্য নির্বাচনের মতই পোস্টার সাঁটানো থেকে শুরু করে প্রচার প্রচারণা ছিলো ভোটের মাঠে।
প্রার্থীদের এজেন্ট, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, স্বচ্ছ ব্যালট বাক্স সবই ছিলো ভোটগ্রহণের সময়।
প্রিজাইডিং অফিসার আসিফ আহমেদ জানান, প্রতিষ্ঠানের পরিচয়পত্র ও ভোটার তালিকায় নাম নিশ্চিত হওয়ার পর একজন ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালি ব্যবহার করে তাকে গোপন কক্ষে পাঠানো হয়। গোপন কক্ষে ব্যালট পেপারে পছন্দের প্রার্থীকে সিল মেরে স্বচ্ছ বাক্সে ব্যালটটি ফেলেন একজন ভোটার।
প্রতিষ্ঠানটির সহকারী মহা-ব্যবস্থাপক আসাদুজ্জামান জানান, নির্বাচিত ১২জন ও মালিক পক্ষের ছয় জন নিয়ে ১৮জনের একটি কমিটি গঠন করা হবে শীঘ্রই। এই কমিটি দুই বছরের জন্য দায়িত্ব পালন করে থাকে।
তিনি বলেন, মুলত পিসি কমিটির সদস্যরা শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করা ও অন্যান্য বিষয় সমাধান এবং সমন্বয় করার জন্য মালিক পক্ষের সাথে কাজ করে থাকেন। এবার নিয়ে পাঁচবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো এই প্রতিষ্ঠানে।
প্রসঙ্গত ২০১৩ সালে রফতানীমুখী এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। এখানকার শিল্পপণ্য আমেরিকা, কানাডা, ইতালি, জার্মানী, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশে রফতানী হয়ে থাকে। এখানে প্রায় ২০০০ শ্রমিক কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *