নীলফামারী প্রতিনিধি: নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে নীলফামারীর রামগঞ্জ ও টুপামারী বাজারে অভিযান চালিয়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ মে) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রসিকিউটর হিসেবে অভিযানে অংশ নেন। অভিযানের সময় নিষিদ্ধ ২২ কেজি পলিথিন জব্দ করা হয়।
জরিমানার মধ্যে ছকীউদ্দিন স্টোর থেকে ৫০০ টাকা, রুহুল আমিন স্টোর থেকে ১ হাজার টাকা এবং রাশেদ স্টোর থেকে ৫০০ টাকা আদায় করা হয়। অভিযানের শেষে দোকান মালিকদের পলিথিন মজুদ ও বিক্রি না করার জন্য সতর্ক করা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, আইনগতভাবে পলিথিন সংরক্ষণ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।