মোহাম্মদ আলী সানু বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘ ১৭ বছর পরে প্রকাশ্য দিবালোকে উন্মুক্ত আকাশে ২ নং বালাপাড়া ইউনিয়ন এর
প্রাণকেন্দ্রে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার
(৫ জানুয়ারি) সকালে ২ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বালাপাড়া ইউনিয়ন সাবেক সভাপতি রবিউল ইসলাম এর সভাপ্রধানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ডিমলা উপজেলা শাখা অধ্যাপক মাও.মুজিবুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, নীলফামারী জেলা সহসভাপতি মো.মঞ্জুরুল ইসলাম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ডিমলা উপজেলা সভাপতি অধ্যাপক মাওলান জাহিদুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন,সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন, উপদেষ্টা আবু সাঈদ।
সভায় বক্তাগণ আল্লাহর ভয়, নেতার আনুগত্য,আমানত দারিতা হৃদয়ের পোষণ করে, শ্রমিকের অধিকার বাস্তবায়নের জন্য, একে অপরের প্রতি সহনশীলতা হওয়া, আগামী দিনে ইসলামের বিজয়কে ছিনিয়ে আনার ব্যাপারে সবাইকে ইউনিটির মধ্য দিয়ে কাজ করার আহ্বান জানান।
সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে সাড়ে ৬ কোটি শ্রমিকের অধিকার আদায় না হওয়ার কারণে, ক্ষোপ প্রকাশ করেন এবং ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তব্য শেষে ২০২৫- ২৬ সেশনে মাওলানা রফিকুল ইসলাম কে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কে নির্বাচিত করে ৩০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে শপথ পাঠ করা হয়।