পঞ্চগড় প্রতিনিধি।। মবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড।
এর আগে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়ে ছিল ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষকরা বলছেন, উত্তরে হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা উঠানামা করছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের পর্যবেক্ষণ রোকনুজ্জামান বলেন, সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারাদেশের ও চলতি মৌসুমের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। তবে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।