ডেক্স নিউজঃ রংপুর বদরগঞ্জ উপজেলা থানায় ১৩নং কালুপাড়া ইউনিয়নের শহিদুল হক মানিক চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করলেও থানার ওসি কোন পদক্ষেপ না নেওয়ায় অভিযোগকারী পরিবার পালিয়ে বেড়াচ্ছে মর্মে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা ১৩নং কালুপাড়া ইউনিয়নের শংকরপুর ভোলার পাড়া গ্রামের আজাদ আলী সঙ্গে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মানিকদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসতেছে। পূর্ব শত্রুতার জেরধরে গত ১৩নভেম্বর সকাল ১১ ঘটিকায় সময় মানিক চেয়ারম্যান তার দলবল নিয়ে ২১৯৬ দাগে জমি খতিয়ান নং ৫৬৯ এর জমির পরিমাণ ৭৫ শতাংশ জমি দখল করার জন্য শংকরপুর সরকার পাড়ার মৃত তছির উদ্দিন এর ছেলে মানিক চেয়ারম্যান সহ ফারুক হোসেন কোকিল, রাশেদ সরকার ,তানভীর আহমেদ তমাল, রওজা, তোতা ,জলিল ,জোবায়েদ, ফয়সাল ,লাভলু ,রবিউল সহ অগতনামা আরো ৪০-৫০ জন জমি দখলের চেষ্টা করে।

এতে আজাদ আলী বাধা দিলে তার মাথায় তানভীর তামাল ধারালো ছোরা দিয়ে মাথায় আঘাত করে পরে তার হাত থেকে ধারালো ছোরা কেড়ে নিয়ে রাশেদ তার হাতে কোপ মাইরে তার ডান হাতের তিনটি আঙ্গুল কেটে মাটিতে ফেলে দেয়। এঘটনায় বদরগঞ্জ থানায় গত ১৩নভেম্বর থানায় একটি লিখিত এজাহার দিলেও মামলা গ্রহণ করেনি অফিসার ইনচার্জ ।

এঘটনায় বদরগঞ্জ থানার ওসি একে এম আতিকুর রহমান জানান, আমি নতুন জয়েন করতেছি বিষয়টি দেখতেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *