বিনোদন ডেস্ক ।। বর্তমান প্রজন্মের দর্শকদের বিনোদনের চাহিদা পুরণের লক্ষ্যে বাস্তবধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে পিচ্চি বস নাটকটি।আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া গল্প নিয়ে তরুণ র্নিমাতা মিঠুন ডলারের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি জেএসকে ইন্টারট্রেমেন্ট ইউটিউব চ্যানেলে ইতি মধ্যে প্রচার শুরু হয়েছে । প্রচারের প্রথম দিন থেকেই সারা ফেলেছে ।

নাটকটির শুটিং হয়েছে ৩০০ফিটের বিভিন্ন লোকেসনে । নাটকটিতে অভিনয় করেছেন আয়শা নাফিস, বেলী, ফয়েস চৌধুরী, স্বম্পা নিজাম আরো অনেকে।
নাটকটির পরিচালক মিঠুন ডলার বলেন, ‘মূলত আমি বাস্তবধমী গল্প পছন্দ করি। নাটকে নতুনত্ব নিয়ে একটা গল্প তৈরি করেছি। দর্শকদের নতুন কিছু উপহার দিতে পেরে ভালো লাগছে। দর্শকদের নাটকটি অনেক পছন্দ হবে বলে আমি আশাবাদী।
ফয়েজ চেীধুরী বলেন, ‘নাটকটি অনেক ভালো হয়েছে। গল্পে নতুনত্ব ছিল। কাজটি করে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করেছি। দর্শকদের নাটকটি চোখের শান্তি দেবে বলে আমার মনে হয়। দর্শকদের নাটকটি দেখার আহ্বান থাকবে।’
আয়শা নাফিস নাটকটির গল্প অসাধারণ। একজন দর্শক হিসেবে গল্পটি আমার অনেক পছন্দ হয়েছে। দর্শকদের কাছে নাটকটি জায়গা করে নেবে বলে আমার মনে হয়।