তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি।। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আফজাল হোসেন মাস্টার ও বর্তমান ওই এলাকার মহিলা মেম্বার ফিরোজা বেগম মুক্তার ছেলে সাংবাদিক দাবিদার মাহে আলম সরকার জুয়েলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনাটি গত ১৪মে রোজ বুধবার  রংপুর সড়ক ভবনের বিপরীতে সেবা ক্লিনিকের ২তালার ১টি ফাঁকা রুমে ঘটেছে। এঘটনার জেরধরে ভুক্তভোগী রংপুরের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে ২০মে মামলা দায়ের করছে। যার মামলা নম্বর- ১৬-২৫। তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের নাড়ায়নজন জলুবার গ্রামের ভুক্তভোগী নারী সাংবাদিকদের জানান, মাহে আলম সরকার জুয়েল আমার দুই গালে চুমু দিয়ে দুই হাত দিয়ে আমার দুই স্তন্যে ও যৌনাঙ্গে নাড়াচাড়া করে জোর পূর্বক আমাকে ধর্ষণের চেষ্টা করছে। মানিক মিয়া নামের এক ব্যাক্তি রুমের বাহিরে পাহাড়া ছিলো। অভিযুক্ত মাহে আলম সরকার জুয়েল সাংবাদিকদের বলেন, আমি ধর্ষণের চেষ্টা করি নাই।

আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে আকমাল। রংপুর জর্জ কোটের সিনিয়র এডভোকেট ফরহাদ হোসেন বলেন, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী/ ২০২০) আইনের ৯/৪ (খ) ধারা মতে মাহে আলম সরকার জুয়েল ও মানিক মিয়ার নামে মামলা হয়েছে। এছাড়াও উপরোক্ত আসামীদের বিরুদ্ধে রংপুর আদালতে চুরি ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এলাকাবাসী প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে সরেজমিন তদন্ত করে ওই প্রভাবশালী কুচক্রী আওয়ামী লীগের সৈরাচারী জুয়েলগণদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *