প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মা ও শিশু পুষ্টি বিষয়ক দ্ইু দিনব্যাপী প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগীতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান।
জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক বেগম সুলতানা জোবেদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির, জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক নাজমুল হাসান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অভি দাস।
দুইদিনের এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা অংশ নেন।
প্রশিক্ষণে গর্ভকালিন মায়ের যত্ন, পুষ্টি ও খাবার পরিমাণ, শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টিসহ বিভিন্ন বিষয়ের উপর ধারণা দেওয়া হবে বলে জানান আয়োজকরা।