oplus_2

মোঃ জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার বিকেল সারে ৫ টায় পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী। 

নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৮ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৪৯৯ টাকা। এর মধ্যে কর খাতে আয় ধরা হয় ৯ কোটি ১২ লাখ ৯১ হাজার ৩৯৬ টাকা, রেট (হার) ৮ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৪২০ টাকা, পৌর স্থাবর সম্পত্তি থেকে আয় ৬ কোটি ৫০ লাখ। পৌর সম্পত্তি থেকে আয় ৩ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা ও অন্যান্য খাত থেকে ২ কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকা।

এ ছাড়া সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরি আয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা, বিশেষ অনুদান ২ কোটি টাকা, পৌর অফিস ভবন নির্মাণে সরকারিভাবে ২ কোটি টাকা ধরা হয়েছে। পক্ষান্তরে রাজস্ব খাতে ৩৮ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। 

রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে রয়েছে–পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৬ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, কনজারভেন্সি মঞ্জুরি ১১ কোটি ১৮ লাখ, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার ২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা এবং নিজস্ব তহবিলে উন্নয়ন ২৫ লাখ টাকা। বাজেট ঘোষণায় প্রশাসক বলেন, ১২২ কোটি ২৯ হাজার টাকা আয় হলেই সেই টাকা শহর উন্নয়নে ব্যায় করা হবে।

বাজেট ঘোষণায় বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম। উপস্হিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গফুর সরকার, সিনিয়র সহসভাপতি এডভোকেট ওবায়দুল রহমান, সাধারন সম্পাদক সাহিন আকতার সাহিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, উপজেলা জামাতের আমির মুনতাকিম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *