
ডেস্ক নিউজ ।।সিঙ্গার গ্রাহদের কথা চিন্তা করে ও সেবার মান নিশ্চিত করতে সৈয়দপুর সিঙ্গার বেকো এক্সক্লুসিভ সার্ভিসিং সেন্টারের শুভ উদ্ধোধন করা হয় ।
আজ মঙ্গলবার সৈয়দপুর শহরের সুলতান নগর এলাকায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে
সিঙ্গার বেকো এক্সক্লসিভ সার্ভিসিং সেন্টারের শুভ সূচনা করা হয় ।
এসময় সিঙ্গার বাংলাদেশের লি. এর কাস্টমার সার্ভিস ডিরেক্টর আব্দুল্লাহ আল হারুন বেলাল ফিতা কেটে সৈয়দপুর সিঙ্গার বেকো এক্সক্লুসিভ সার্ভিসিং সেন্টারের এর উদ্ধোধন করেন । এসময় সার্ভিস সেন্টারের সকল সদ্যদের দিক নির্দেশনা মুলক কথা বলেন ।

এসময় অন্যানদের মধ্যে উপস্হিত ছিলেন৷রিজিওনাল সার্ভিস ম্যানেজার ফিরোজ মাহমুদ. এরিয়া ম্যানেজার এস.এম মেহেদী হাসান ,রিজিওনাল সার্ভিস ইনচাজ আমিনুল ইসলাম ,ইসলাম মটস এর সত্্বাধিকারী মাজিদুল ইসলাম, এপিএন টিভির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার সহ রংপুর অঞ্চলে এর সিঙ্গারের ডিলার গন।