নীলফামারী সৈয়দপুর পৌরসভার আওতাভূক্ত ৫টি মন্দিরের কমিটি গঠনজেলার সৈয়দপুর উপজেলাধীন সৈয়দপুর পৌরসভার আওতাভুক্ত ৫টি মন্দিরের কমিটি গঠন করা হয়েছে। হীরালাল ঠাকুরবাড়ী কেন্দ্রীয় মন্দিরে সুখরঞ্জন দাসের সভাপতিত্বে কমিটি গঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সৈয়দুপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ সমিতির সহ সভাপতি রতন সরকার, মনোজ গোস্বামী, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা।
অন্যান্য অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক গোপাল চন্দ্র রায়, জগলাল দাস, তারক বন্ধু ব্রহ্মা, রতন কুমার আগরওয়ালা, প্রতিমা রানী রায়, বিকাশ পোদ্দার, সমর বিশ্বাস, প্রফুল্ল চন্দ্র ঘোষ, কিশোর প্রসাদ, মানস কুমার দাস, বাদল বিশ্বাস প্রমুখ।
উপস্থিত সকলের সর্বসম্মতিতে প্রতিটি মন্দিরে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নাম ঘোষণা করা হয়। আগামী ১(এক) মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনের জন্য ১৪ সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিকেন্দ্রজিৎ রায় মিরু, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা।
কমিটি নিম্নরূপ :
১। কেন্দ্রীয় শিব মন্দির
(খড়খড়িয়া নদী)
সভাপতি : রাজকুমার পোদ্দার রাজু
সাধারণ সম্পাদক : সুমিত কুমার আগরওয়ালা নিক্কি
কোষাধ্যক্ষ : তারক বন্ধু ব্রহ্মা
গোপাল জিউর মন্দির
সভাপতি : এ্যাডভোকেট তুষার কান্তি রায়
সাধারণ সম্পাদক : রতন কুমার আগরওয়ালা
কোষাধ্যক্ষ : প্রবীণ সিংহানিয়া
শিব মন্দির (নয়াটোলা)
সভাপতি : টিকেন্দ্রজিৎ রায় মিরু
সাধারণ সম্পাদক : রনজিৎ ঠাকুর
কোষাধ্যক্ষ : বিমল কুমার দাস
বুড়ি মার থান মন্দির
সভাপতি : রাজকুমার পোদ্দার রাজু
সাধারণ সম্পাদক : অরুণ কুমার দাস বাপ্পা
কোষাধ্যক্ষ: নারায়ণ গোস্বামী
বিষ্ণু মন্দির সিনেমা রোড
সভাপতি : রতন সরকার
সাধারণ সম্পাদক : মনোজ গোস্বামী
কোষাধ্যক্ষ : জীবনকৃষ্ণ পাল
কেন্দ্রীয় মন্দির হীরালাল ঠাকুরবাড়ি
সভাপতি : রাজকুমার পোদ্দার রাজু
সাধারণ সম্পাদক : সুমিত কুমার আগরওয়ালা নিক্কি
কোষাধ্যক্ষ : অনিল কুমার আগরওয়ালা
আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য ১৪ সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটির গঠন করা হয়। কমিটির সদস্যদের নাম নিম্নরূপ:
১. অ্যাডভোকেট তুষার কান্তি রায়
২. রাজকুমার পোদ্দার রাজু
৩. সুমিত কুমার আগরওয়ালা নিক্কি
৪. সুখ রঞ্জন দাস
৫. রতন সরকার
৬. মনোজ গোস্বামী
৭. সমর বিশ্বাস
৮. প্রফুল্ল ঘোষ
৯. তারক বন্ধু ব্রহ্মা
১০. দিলীপ কুমার সরকার
১১. টিকেন্দ্রজিত রায় মিরু
১২. বিকাশ পোদ্দার
১৩. প্রতিমা রানী রায়
১৪. গোপাল চন্দ্র রায়