নীলফামারী প্রতিনিধিঃ শহীদ জিয়া পরিষদ নীলফামারী জেলা কমিটিতে রাইসুর ইসলাম সিরাজ ও জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ১৬নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এমডি শহিদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক শাওন মোহাম্মদ জিসান স্বাক্ষরিত প্যাডে ১৭সদস্যের আংশিক কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে অন্যান্যের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি হিসেবে নিশাত ইসলাম আকাশ ও সহ-সভাপতি হিসেবে জীয়ন তালুকদার, হাবিবুর রহমান হাবিব ও রাশেদ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে রেজওয়ান হাচান শাকিল, যুগ্ম সম্পাদক হিসেবে আরমান ইসলাম, খন্দকার মোঃ রিজওয়ানুল্লাহ রংগন ও সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক হিসেবে রাশেদুজ্জামান সরকার রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে বরকত আলী ও ছাদেকুল ইসলাম তৌহিদ, দফতর সম্পাদক হিসেবে রতন কুমার, প্রচার সম্পাদক হিসেবে ফেরদৌস ইসলাম এবং সদস্য হিসেবে জাহিদ হাসান ও রিহাফ প্রধান রিভান।

শহীদ জিয়া পরিষদ নীলফামারী জেলা কমিটির নব নির্বাচিত সভাপতি রাইসুর ইসলাম সিরাজ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নীলফামারী জেলা বিএনপির অবিভাবক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক শাওন মোহাম্মদ জিসান ভাই’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বলেন, দ্রুত দ্রুত পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *