ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক।। বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। তিনি একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। তিনি নতুন নতুন নাটক করে সবসময় আলোচনায় থাকেন। অভিনয়ে যেন তার দম ফেলার সুযোগ নেই।

এছাড়া নিলয়কে অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজেও দেখা যায়। প্রায় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।কয়েক দিন আগে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে পর্যটকশূন্য হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিপাকে পড়ে ওই দ্বীপের কুকুরসহ নানা ধরনের প্রাণী। বিশেষ করে সেখানে অবলা প্রাণীগুলোর জন্য খাদ্যাভাব দেখা দেয়। সেই সময় বিষয়টি নিয়ে কথা বলেছিলেন অভিনেতা নিলয় আলমগীরসহ আরও বেশ কিছু তারকা। এক ফেসবুক পোস্টে সেন্টমার্টিনের কুকুর বা অবলা পশুদের জন্য সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান করেছিলেন এ অভিনেতা।

এ ছাড়া আরও বেশ কিছু তারকা সেন্টমার্টিনে অভুক্ত কুকুরদের জন্য সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। তাদের মধ্যে আছেন— অভিনেত্রী সামিরা খান মাহি, অভিনেত্রী তানিয়া বৃষ্টি, জান্নাতুল সুমাইয়া হিমিসহ অনেকেই।

এদিকে গত রোববার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে ১১ সদস্যের এক প্রতিনিধিদল ৫ হাজার ডিম, ৩ হাজার কেজি ডগফুড, মুরগির মাংস, চাল-ডাল ও ২০০ কুকুরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেন্টমার্টিন পৌঁছায়। বিষয়টি নজরে আসে নিলয়ের। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

গতকাল সোমবার (২৫ নভেম্বর) এক ফেসবুক পোস্টে একটি ভিডিও শেয়ার করেছেন নিলয়। সেখানে দেখা যায়, কুকুরগুলোর খাবার তৈরি করছেন সেই স্বেচ্ছাসেবী দলের সদস্যরা। ভিডিওর ক্যাপশনে নিলয় লিখেছেন— আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে ওদের রিজিকের একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *