প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার (৪ জানুয়ারি) ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসব (বর্ধিত) পালন করা হয়েছে।

দুপুরে ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে আয়োজিত ধর্ম সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা শিল্পপতি রাজেন্দ্র প্রসাদ গুপ্ত।

এতে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ধীরেন্দ্রনাথ সরকার এর সঞ্চালনায় প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রী মৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ, স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী সঞ্জয় কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেট্রোবাংলার অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক শ্রী অতুল চন্দ্র রায়, শ্রী নীরেন্দ্রনাথ রায়, ডা. নিরঞ্জন রায় প্রমুখ।

শেষে ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠানসহ প্রসাদ বিতরণ করা হয়।

ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন ঝর্না রানী, মৌবনী দাস পিউ, স্পর্শ সরকার ও উৎসব কুন্ডু।

এতে হিন্দু ধর্মাবলম্বীর প্রায় শতাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *