প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় পূর্ব শত্রতার জেরধরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে ভাতিজা সামসুল ইসলাম(৪৫) লাঠির আঘাতে চাচা ওসমান গণি (৬৫) এর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী কওলাপাড়া গ্রামে। এ ঘটনায় গত ২৫জানুয়ারী সামসুল ইসলামের মা, সামসুন নাহার (৬৩) কে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার লাশের ময়না তদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
তারাগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দোহাজারী কওলাপাড়া গ্রামের মৃত আপান উদ্দিনের পুত্র ওসমান গণির সাথে তার বড় ভাই মৃত ইসলাম উদ্দিনের পুত্র সামসুল ইসলামের সাথে জমি-জমা ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার বিকেলে চাচা ওসমান গণি বিরোধীয় জমির বাঁশ কাটে। এ সময় ভাতিজা সামসুল ইসলাম বাড়িতে না থাকায় সামসুলের মা সামসুন নাহার ও সামসুল ইসলামের স্ত্রী রুবিনা বেগমের(৩৬) সাথে ওসমান গণির কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে সামসুল ইসলাম বাড়িতে ফিরে আসলে মা ও স্ত্রীর মুখে দিনের ঘটনা শুনে। মা ও স্ত্রীর কাছে বিরোধীয় জমির বাঁশ কাটার কথা শুনে সামসুল রাগান্বিত হয়ে রাত প্রায় আটটার(৮টার) সময় চাচার বাড়িতে গিয়ে চাচা ওসমান গণিকে লাঠি দিয়ে এলোপাতারি আঘাত করলে সে গুরুত্বর আহত হন। আহত ওসমান গণিকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্বার করে। শনিবার লাশের ময়না তদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করেন।
তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় এজাহার নামীয় আসামী সামসুন নাহারকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীরা পলাতক আছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।