দোকান মালিক আরমানদোকান মালিক আরমান

ডেস্ক নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়ক (রেললাইনের ধারে) এলাকায় একটি স্বর্ণের দোকান থেকে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (২৮ এপ্রিল) প্রকাশ্য দিনের বেলা মেরাজ জুয়েলার্স নামে ওই দোকানে লুটের ঘটনা ঘটে।

দোকানের মালিকানা নিয়ে শরীকদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও দোকানের ভাড়াটিয়া মেরাজ জুয়েলার্সে দোকান মালিক  মোঃ আরমান এর নেতৃত্বে দলবদ্ধ লোকজন দোকানের  তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান ভাড়াটিয়া মো. মেরাজ সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন যার মামলা নং ০৫

মামলার নথিতে ভাড়াটিয়া  মোঃ মেরাজ উল্লেখ করেন ২৮ শে এপ্রিল  সোমবার দোকানের মালিক দাবিদার আরমান হোসেন বাদশার নেতৃত্বে সংঘবদ্ধ দল দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ওইদিন দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে দোকান থেকে বিভিন্ন স্বর্ণের গহনা ও স্টোরের মালামালসহ প্রায় ২২ লাখ  ৮০ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।  

এব্যাপারে দোকান লুটের শিকার মেরাজ’র সঙ্গে কথা হলে  জানান, আমি গত ৫ বছর আগ  থেকে ওই দোকান ভাড়ায় নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু দোকানের মালিকানা নিয়ে দুই শরিক মো. শাহীন ও আরমান হোসেন বাদশার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। 

এ অবস্থায় আরমান হোসেন বাদশার নেতৃত্বে চলতি বছরের ১ জানুয়ারী ভাড়ায় নেওয়া আমার দোকান তালাবদ্ধ থাকা অবস্থায় তারা অতিরিক্ত তালা লাগায় এবং রড দিয়ে ঝালাই করে দেয়। বিষয়টি থানা পুলিশ ছাড়াও বিজ্ঞ আদালত পর্যন্ত গড়ায়।  গত ২৭ এপ্রিল বিকেলেও তারা দোকানের তালা ভাঙ্গার চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের বাঁধায় ফেরত যান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *