এপিএন ডেস্ক সরকারী যারা সুযোগ সুবিধা পায় না শুধুমাত্র এমন মহিলাদের VWB (পূর্বের নাম VGD) অনলাইন আবেদন শুরু হয়েছে সারাদেশে।
যোগ্যতা:
১) 20-50 বছর বয়স হতে হবে।
২) এনআইডি থাকতে হবে।
৩) নিজস্ব মোবাইল নম্বর থাকতে হবে (বাধ্যতামূলক)
৪) অবশ্যই গরীব হতে হবে।
অযোগ্যতা/যাদের আবেদন করার প্রয়োজন নাই
১) সরকারী ভাতা পান এমন (যেমন: বিধবা, গর্ভবতী, tcb, খাদ্য বান্ধব – রেশন কার্ড) ইত্যাদি নারী বাদ।
২) বিগত ৪বছরের মধ্যে ভিজিডি চাল খেয়েছেন এমন নারী বাদ।
৩) ধনী পরিবারের মহিলা বাদ।
আবেদনের সময়সীমা ২১ শে মে পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *