স্টাফ রিপোর্টার:
একটি প্রভাবশালী কুচক্রী মহলের বিরুদ্ধে নিরীহ পরিবারের জমি দখলের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার শান্তিধারা আবাসিক এলাকায় এক নিরীহ পরিবারের ৩ শতক জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ভুক্তভোগী আদলতে মামলা করেছে। এবং ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেছে। এ ঘটনার সংক্রান্তে ভুক্তভোগী রাকিবুল হাসান সাংবাদিকদের জানান, গত ৩০এপ্রিল মাসুদা গং আওয়ামী লীগ সন্ত্রাসী আল আমিন ও তার সহযোগীরা অতর্কিতে হামলা চালায়ে আমার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এসময় সন্ত্রাসীরা আমাকে মারধর করে মাটিতে ফেলে দেয়, যা এলাকার সিসিটিভি ফুটেজে ধারণ করা হয়েছে। পরে আমি খানপুর হাসপাতালে চিকিৎসা নিয়ে গত ৪মে একই সন্ত্রাসীরা তাকে প্রকাশ্যে “হত্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেবে” বলে হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী ফতুল্লা মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছে। সরেজমিনে অনুসন্ধানে গিয়ে জানা গেছে, মৃত ডাক্তার দেওয়ান সুলতান আহমেদ চৌধুরীর একমাত্র ছেলে রাকিবুল হাসানের এই ৩শতাংশ ভোগদখলীয় সম্পত্তির বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি দখল নেবার চেষ্টা করছে গাজীপুর জেলার টঙ্গী উপজেলার আলেরটেক পাগাড় এলাকার মৃত মামুন আহমেদ রনির স্ত্রী মাসুদা বেগম ও তার মেয়ের জামাই আল আমিন। গত ৭মে মাসুদা ও তার লোকজন সন্ত্রাসী কায়দায় তার বাড়িতে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং তার স্ত্রীকে মারধর করে হুমকি দেয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করছেন। অভিযুক্ত মাসুদা বলেন, “আমাদের ভুল বোঝাবুঝির কারণে বিরোধ চলছে।” তবে এ বক্তব্যের সঙ্গে বাস্তব ঘটনার দৃশ্যমান প্রমাণের অনেক অসঙ্গতি রয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছেন।