
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)।। কৃষি সমৃদ্ধি এপ্রতিপাদ্য সামনে রেখে রংপুর তারাগঞ্জ উপজেলায় ২০২৪- ২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেজিলিয়েন্স (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রংপুর তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২জুন উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক সিরাজুল ইসলাম। খামার বাড়ি উপ-পরিচালক (ঢাকা) কৃষিবিদ রেজাউল করিম ও রংপুর পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশক কুমার রায়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তারাগঞ্জ উপজেলা কৃষি অফিসার ধীবা রাণী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার কে এম ইফতেখারুল ইসলাম ও উপজেলা সমাজসেব কর্মকর্তা মাহমুদুল হাসান এবং উপজেলা সমবায় কর্মকর্তা শারমিন আক্তার। পার্টনার কংগ্রেসটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিলন চন্দ্র রায়। এসময় পার্টনার কংগ্রেসে অংশো গ্রহণকারী কৃষকরাও বক্তব্য রাখেন।