প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
রংপুর জেলার তারাগঞ্জ হাটে গরু বিক্রির সময় এক যুবককে জনতা গরু সহ আটক করছে। শুক্রবার দুপুর তিনটায় তারাগঞ্জ গরুর হাটে এ ঘটনা ঘটছে। পরে স্থানীয়রা তাকে জনতার হাত থেকে উদ্ধার করে ইজারাদারের হাট অফিসে আটক রাখছে। যুবক আমিনুর রহমান (২২) গরু চুরি করে বিক্রির কথা স্বীকার করে বলেন, এটাই তার জীবনের প্রথম চুরি। সে তারাগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের আতিয়ার রহমানের পুত্র বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, ওইদিন সে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা জিগাতলা গ্রামের মাঠ থেকে একটি গাভী চুরি করে তারাগঞ্জ হাটে বিক্রি করার সময় গরুর মালিক রাজ্জাকুল ইসলাম ও তার স্ত্রী তাদের গরু সনাক্ত করে। এলাকাবাসীর সহযোগিতায় চোরকে আটক করে। গরুটির দাম প্রায় ৮০ হাজার টাকা হবে। তবে চোরের কাছে ৭০ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছিল বলে আটক আমিনুর রহমান জানান।