প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ৩নং ইকরচালী ইউনিয়ন পরিষদ আয়োজনে ১৯জুন বৃহস্পতিবার ওই ইউনিয়নের বিদ্যানিকেতন স্কুলের মাঠে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ চক্রের উপকারভোগী নির্বাচন ও যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এতে ওই ইউনিয়নের ইকরচালী ইউনিয়নের ইকরচালী ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওই ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব সাজ্জাদ হোসেন ও সহকারী সচিব জিহাদী হাসান ও জগদীশপুর ওয়ার্ডের সদস্য ফরতাজুল ইসলাম এবং সাংবাদিক খায়রুল আলম বিপ্লব প্রমুখ।