মো:রেজাউল করিম রঞ্জু,নীলফামারী.
নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের জেলে পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বুধবার গভীর রাতে তল্লাসী চালান। ওই এলাকার রনজিত দাসের বাড়ীর উঠানে দুইটি ১৫ ফুট লম্বা ও মোটা নিষিদ্ধ গাঁজার গাছ জীবন্ত পাওয়া যায়। এলাকাবাসির সহযোগিতায় গাছটি কেটে ফেলেন যৌথবাহিনী। গাছটি থানা হেফাজতে রয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
বাড়ীর মালিক রনজিত দাসের সাথে কথা হলে তিনি বলেন,আমি ও আমার পরিবার কেই গাছটিকে চিনতে পারি নাই। আমরা আগাছার গাছ মনে করে রেখে দিয়েছি। ভবিষ্যতে গাছটি লাকরি হবে এটি মনে করে আমরা গাছটি নষ্ট করিনী। আমি মাঝে মাঝে ডালপালা কেটে যতœ করি। আজ সেনাবাহিনী ও পুলিশ এসে গাছটি কেটে ফেলে, তখন জানতে পারলাম এটি গাঁজার গাছ।
এ বিষয়ে সদর থানার এসআই দ্বিলীপ রায়ের সাথে কথা হলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ ওই এলাকায় অভিযান চালান। রনজিত রায়ের বাড়ীর বসতভিটায় দুইটি নিষিদ্ধ বে-আইনী গাঁজার গাছ পাওয়া যায়। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
