এপিএন ডেস্ক :

সৈয়দপুরে গঠিত হলো ‘নাগরিক প্ল্যাটফর্ম
নারীর অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে স্থানীয় অংশগ্রহণ জোরদার করা হবে
সৈয়দপুরে গঠিত হলো ‘নাগরিক প্ল্যাটফর্ম’
সৈয়দপুর নীলফামারী , গত বৃহস্পতিবার, ৩ জুলাই

জেন্ডার সমতা ও সামাজিক বৈষম্য দূরীকরণে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সৈয়দপুরে গঠিত হলো ‘নাগরিক প্ল্যাটফর্ম’। সৈয়দপুর উপজেলা বি আর ডিবি সভাকক্ষে আয়োজিত এ সভায় প্ল্যাটফর্মটি গঠিত হয়।

জিএফএ কনসাল্টিং গ্রুপ (জার্মানি)-এর কারিগরি সহায়তায়, কানাডিয়ান হাই কমিশন ও সুইস দূতাবাসের আর্থিক সহায়তায় ডেমক্রেসিওয়াচ-এর বাস্তবায়নাধীন ‘ফেসিং প্রকল্প’-এর অংশ হিসেবে এই প্ল্যাটফর্ম গঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্ল্যাটফর্ম সদস্য কাজী জাহিদ । প্রকল্পের জেলা সমন্বয়কারী মুজিবার রহমান বলেন, ‘এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, মানবাধিকার লঙ্ঘনের প্রতিকারে উদ্যোগ এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।’

তিনি আরও জানান, ‘সদস্যরা প্রশিক্ষণের মাধ্যমে নাগরিক অধিকার, মানবাধিকার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে সচেতন হয়ে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সংযোগ স্থাপন করে সুবিধাবঞ্চিতদের পক্ষে কাজ করবেন।’

প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর মো. আব্দুস সেলিম বলেন, ‘নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে নেটওয়ার্কিং, অংশীদারিত্ব ও নীতিনির্ধারণে অন্তর্ভুক্তি বাড়ানোই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।’

সভায় সর্বসম্মতিক্রমে মো. শফিকুল আলমকে আহ্বায়ক এবং মেহেরুন্নেসাকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- কাজী জাহিদ, শাহানাজ বেগম, মমতা বেগম, তরুলতা রায়, মহসিনা বেগম, রওনক জাহান, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইমরান হোসেন (সুলতান), কৃষ্ণা বাসফোর প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন ডেমক্রেসিওয়াচ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আক্তার, সহযোগী সংগঠন উদয়াঙ্কুর সেবা সংস্থার ছালমা আক্তার ও মো. আব্দুর রউফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *