ডোমার প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে হরিণচড়া নাগরিক সমাজ সংগঠন (সিএসও) যুক্ত প্রকল্প আয়োজিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৮নভেম্বর সকাল ১১টায় মানব কল্যান পরিষদ এমকেপি’র সহযোগিতায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের ভেলসি পাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিএসও’র সভাপতি ফিরোজ কবির।

অতিথি হিসাবে হরিণচড়া ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা এসআই পরিতোষ চন্দ্র বর্মন, সিএসও’র উপজেলা সভাপতি নারী নেত্রী তৌহিদা জ্যোতি, প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর পরিতোষ চন্দ্র সেন, সভানেত্রী মুক্তি বেগম, ইউনিয়ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সদস্য নিপা রানী, নুর জামান, সহিংসতার স্বীকার নির্যাতিতা নারী লিসা আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।এ ছাড়াও এএসআই শাহনেওয়াজ শামিম, স্কুল ফ্যাসিলেটর অনিতা রানী রায়, ফিল্ড ফ্যাসিলেটর আতাউর রহমান লিটন, গীতা সেন, রানী বেগম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রকল্পের সিএসও সদস্য, কিশোর কিশোরীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক সমাজ, অভিভাবক, জনপ্রতিনিধীসহ নাগরিক সমাজকে এগিয়ে আসার আহবার জানান বক্তাগণ।

মমিন/সোহেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *